বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে আগামীকাল রোববার। বেলা ১১টার মধ্যে মোনাজাত শুরু হবে এবং এবার মোনাজাত বাংলা ভাষায় হবে।
শনিবার দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে গাজীপুর পুলিশ সুপার হারুন-অর রশিদ একথা জানান।
ইজতেমার শীর্ষ মুরুব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের হাফেজ মোহাম্মদ জোবায়ের।’
তিনি বলেন, ‘মোনাজাত আগে হেদায়তি বয়ান পেশ করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এবার হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাত বাংলায় হবে।’
Post A Comment: