সীমান্তে বৃহস্পতিবার ভারতীয় বাহিনীর গুলিতে ৪ নারীসহ ৬ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দি ডন এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার ভারতীয় বাহিনী ‘বিনা উসকানিতে’ পাকিস্তানী ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় হতাহতের ঘটনা ঘটে। এরপর দু’পক্ষের মধ্যেই গুলিবিনিময় হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মর্টারের গোলাও নিক্ষেপ করে বলে বিবৃতিতে দাবি করা হয়। বলা হয়, ভারতের গুলিবর্ষণের ঘটনায় বিপুল সংখ্যক গরু ছাগলেরও মৃত্যু হয়েছে।
আহতদের পাকিস্তানের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসা সুবিধা দেয়ার জন্য স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া, স্থানীয়দের রক্ষায় ৪টি ত্রাণ শিবিরও খুলেছে কর্তৃপক্ষ।
আইএসপিআর দাবি করে, ভারতীয় বাহিনী হামলা চালালেও পাকিস্তানী সীমান্ত রক্ষীরা এর সমুচিত জবাব দিয়েছে।
Post A Comment: