নরসিংদীতে গুম হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদকে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পারবার ও এলাকাবাসী।
আজ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাহিদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নরসিংদীর জনপ্রিয় ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ গুম হওয়ার এক মাস হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
বক্তারা প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহবান জানান নাহিদকে ফিরিয়ে দিতে।
তবে সে যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক- এ কথাও বলেন বক্তারা।
উল্লেখ্য, গত ৮ জুন বৃহস্পতিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তিনটি গাড়িতে করে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সিদ্দিকুর রহমান নাহিদকে। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
Post A Comment: