রাজশাহীর পবা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ১২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। বুধবার রাত ১২টার দিকে উপজেলার মধুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নতুন মধুপুর গ্রামের মো. শহিদ, তার বড় বোন জলি খাতুন ও বিন্দারামপুর গ্রামের আলমাস আলীর স্ত্রী জোসনা বেগম।
দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল মধুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গাঁজাসহ এই তিনজনকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটকদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৭০ হাজার ৬২ টাক, দুটি মোবাইল সেট ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা থানায় একটি মামলাও করা হয়েছে।
Post A Comment: