উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে হত্যার দায়ে দুই নারীর বিরুদ্ধে মালয়েশিয়ার একটি আদালতে অভিযোগ আনা হয়েছে। তাদের একজন ভিয়েতনামের দোয়ান থি হুং এবং অপরজন ইন্দোনেশিয়ার সিতি আইশিয়াহ।
বুধবার ওই দুই নারীকে বিশেষ বাহিনীর নিরাপত্তায় মালয়েশিয়ার রাজধানীর কাছে একটি আদালতে হাজির করা হয়।
এ দুই নারীর বিরুদ্ধে গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে ন্যামের শরীরে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলার অভিযোগ এনেছে মালয়েশিয়ার সরকার।
তাদের আগামী ১৩ এপ্রিল আবারো আদালতের সামনে হাজির করা হবে।
এ হত্যা মামলায় তারা অভিযুক্ত হলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।
Post A Comment: