
খবরও ইয়াশ রাজ ফিল্মসের আলোচিত সিনেমা ‘ঠগ’ নিয়ে। বিজয় কৃষ্ণ আচারিয়ার সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন হৃতিক রোশন। কিন্তু প্রথমে সম্মতি দিয়েও পরে সরে দাঁড়ান ‘কৃষ’ তারকা। এরপর জোরেশোরে শোনা যাচ্ছে আমির খানের নাম।শাহরুখ খানের সঙ্গে তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিলেও অন্য দুই খানের সঙ্গে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। কিছুদিন আগে সালমান খানের সঙ্গে জুটি হতে গিয়েও হলো না। এবার শোনা যাচ্ছে আমিরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেত্রী।
নায়িকা হিসেবে প্রথম থেকেই দীপিকা
পাড়ুকোনের নাম চাউর হয়ে গেছে। নায়ক পাল্টালেও নায়িকা পাল্টায়নি। তাই
ভক্তদের নতুন জুটি দেখার আশা জেগেছে।

এর আগে বিজয়ের পরিচালনায় ‘ধুম থ্রি’তে
অভিনয় করেছেন আমির খান। ওই ছবিটির প্রযোজকও যশরাজ ফিল্মস। খবর সত্য হলো
‘ঠগ’ হবে বিজয়-আমির জুটির দ্বিতীয় ছবি। তবে মূল আকর্ষণ থাকবে আমির-দীপিকা
জুটি।
বাজারে এ সব কথা শোনা গেলেও এখনো ‘ঠগ’-এর
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আমির সম্প্রতি শেষ করেছেন ‘দঙ্গল’। এরপর যোগ দেবেন
‘সিক্রেট সুপারস্টার’ ইউনিটে। অন্যদিকে দীপিকার হাতে আছে সঞ্জয়লীলা
বানসালির ‘পদ্মাবতী’।
Post A Comment: