রমজান উপলক্ষে ৩টি বিশেষ ইফতার প্ল্যাটার নিয়ে এসেছে ন্যানদোস। হাংগ্রি প্ল্যাটারে রয়েছে বিফ এগ চপ, মিনি পিৎজা, বিফ কাবাব, রাশিয়ান সালাদ, সিগনেচার কোয়ার্টার চিকেন, পিটা ব্রেড, লেমনেড, ফলসহ আরোও বেশকিছু আইটেম। এই প্ল্যাটারের দাম পড়বে ৯৯৯ টাকা। ভেরি হ্যাংগ্রি প্লাটারে রয়েছে চিকেন স্টেক, বিফ এগ চপ, মিনি পিৎজাসহ বিভিন্ন আইটেম। দাম পড়বে ১২৯৯ টাকা। ভেরি ভেরি হাংগ্রি প্ল্যাটারে এস্পেটাডাসহ বাকি দুই প্ল্যাটারে বেশকিছু আইটেম থাকছে, দাম ১৫৯৯ টাকা। এছাড়া পেরি হালিম নিয়ে এসেছে ন্যানদোস। দাম ১৫০ টাকা।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment: