
প্রয়োজনীয়তা:
- একটু দূরে বসে movie দেকছেন বার বার mouse use করতে হবে না।
- Mouse নষ্ট হয়ে গেছে।Mouse হিসেবে ও ব্যবহার করতে পারবেন।
- Media Player কে control করতে পারবেন খুব সহজে ।
যা লাগবে:
- আপনার desktop বা laptop
- আপনার মোবাইল। (Bluetooth supported )
- একটি Bluetooth ( laptop এ Bluetooth থাকেই )
ধাপ সমূহ-
১) প্রথমে আপনার desktop pc তে Bluetooth connect করুন।
২) Laptop এর Bluetooth অন করুন।
৩) তারপর আপনার মোবাইল কে desktop বা laptop এর সাথে connect করুন।
৪) মোবাইল connect হয়ে যাবার পর , মোবাইলের Bluetooth menu থেকে Remote control য়ে গিয়ে ok বাতন চাপুন।
৫) লক্ষ করবেন যে আপনার মোবাইল য়ে লেখা আসবে Accept HID request from যা আপনি yes করবেন।
৬) পরবর্তী তে দেখবেন আপনার মোবাইল এ ৩ টি option আসবে
- Desktop
- Media Player
- Presenter
Post A Comment: